হোম > সারা দেশ > ঢাকা

সুব্রত বাইন ও তাঁর তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১)-সহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় এ রিমান্ড চাওয়া হয়।

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ আবেদন দাখিল করেন। বিকেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

অন্য আসামিরা হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) এবং মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও তাঁর সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে এবং তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। তাঁরা ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করতেন।

সুব্রত বাইন সে সময় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। পরবর্তীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেন।

ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর তিন সহযোগীকে গতকাল মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার কালিশংকরপুর থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। দেড় মাস আগে তাঁরা ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানান স্থানীয়রা।

আরও খবর পড়ুন:

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড