হোম > সারা দেশ > ঢাকা

ঈদের দিন গাড়ি চুরি, চক্রের এক সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ঈদুল আজহার দিন রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেপ্তার মো. মানিক চৌধুরী নামের এক ব্যক্তিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মিঠু আহম্মেদ। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ জুন ঈদুল আজহার দিনে ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা ৯ লাখ টাকার একটি পিকআপ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে মানিক চৌধুরীকে গতকাল বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি মানিক চৌধুরী একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল।

গ্রেপ্তারের পর আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয়। অভিযানে চোরাই যাওয়া পিকআপটি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ ধর্মশুর গ্রামের মাদ্রাসা রোডসংলগ্ন পরিত্যক্ত বাছেদ সরকার কিন্ডারগার্টেনের সামনে থেকে উদ্ধার করা হয়।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত