হোম > সারা দেশ

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও ভাইয়ের ওপর হামলা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং বা উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিদলাই শংশননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাকিবুল ইসলাম জানান, দশম শ্রেণিতে পড়ুয়া তাঁর ছোট বোন বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি সে বাবাকে জানালে তিনি শিদলাই গ্রামের হৃদয় ও রাকিবের কাছে এ নিয়ে কৈফিয়ত চান। এ সময় তাঁরা তাঁকে মারধর করেন।

রাকিবুল পরে তা জানতে পেরে এর প্রতিবাদ করলে হৃদয়, রাকিবসহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘প্রথমে মেয়ের বাবাকে মারধর করা হয়। পরে ভাই রাকিবুলকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইভ টিজিংয়ের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘ঘটনার বিষয়ে চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। আমি পরিবারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।’

জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, তাঁরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হত্যার হুমকি: আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা, বাইরে কুড়াল নিয়ে ঘুরছিল কিশোর

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির