হোম > সারা দেশ > রংপুর

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক, ভুল বাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শনিবার রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগে আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়ি ভাঙচুর করে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ রোববার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায়, গ্রামটিতে অনেক ঘরের দরজায় তালা ঝুলছে। কোনো লোকজন নেই। ঘটনার পর শনিবার রাত থেকে আতঙ্কে গ্রামটির পুরুষেরা বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে।

আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। ছবি: আজকের পত্রিকা

এ সময় গ্রামের একজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এসে স্লোগান দিতে থাকে। এ সময় গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের বাড়ি মনে করে তারা অন্য একজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসার কথা শুনে তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্মীয় কটূক্তির বিষয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে এটি আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন আছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘরের দরজায় তালা ঝুলছে। ছবি: আজকের পত্রিকা

গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।’

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার