হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বিচারের জন্য অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার সকালে মাগুরার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্রের ওপর শুনানি হয়। শুনানিতে অভিযুক্ত হিটু শেখসহ গ্রেপ্তার সব আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক এম জাহিদ হাসান অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে ২৩ এপ্রিল দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে জমা দেওয়া হয়। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিন সর্দার অভিযোগপত্র জমা দেন।

বড় বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরে গত ৬ মার্চ আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় বড় মেয়ের শ্বশুর, তাঁর স্ত্রী ও তাঁদের দুই ছেলে। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে বিক্ষোভ হয়।

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার