হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ‘মব’ সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টা, গ্রেপ্তার ৯

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরায় হোটেল দখলের চেষ্টায় গ্রেপ্তার ৯। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় ‘মব’ সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টাকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকেরা হলেন—সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খান (৩০) ও মো. আমির (২১)।

গতকাল রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম।

মেজর আহনাফ আজকের পত্রিকাকে বলেন, মিলিনা হোটেলের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসার সূত্র ধরে শফিক মোল্লা ও তাঁর সহযোগীরা হোটেলটি দখল করতে মব সৃষ্টির চেষ্টা চালায়। ১০টি মোটরসাইকেলে ২৪ জন হোটেল দখল করতে আসে। র‍্যাবের গোয়েন্দা দল দেখতে পেয়ে দূর থেকে ছবি ও ভিডিও করে। যা দেখতে পেয়ে দখলকারীরা র‍্যাবের গোয়েন্দা দলকে ঘেরাও করে। পরে র‍্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, দখলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সরকারি কাজে বাধা দিয়ে হোটেলটি দখলের চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় মামলা দেওয়া হয়। সেই সঙ্গে গ্রেপ্তারদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মেজর আহনাফ বলেন, গ্রেপ্তার ৯ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে পূর্বেও মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মারধরসহ বিভিন্ন মামলা রয়েছে।

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার