হোম > সারা দেশ > ঢাকা

ডিবি থেকে পরিবারের জিম্মায় মুন্নী সাহা

আজকের পত্রিকা ডেস্ক­

সাংবাদিক মুন্নী সাহা। ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। তেজগাঁও থানা–পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গতকাল রাত ১০টার দিকে কারওয়ানবাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দেন।

পুলিশ সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নী সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তবে রাত দেড়টার দিকে পুলিশ জানায়, মুন্নী সাহাকে আটক করা হয়নি। কারওয়ান বাজারে লোকজন তাঁকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবিতে আনা হয়। যেহেতু তাঁর নামে চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আটক হওয়ার আগে মুন্নী সাহা টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তাঁরা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা