হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর রক্ষা ও করিডর ঠেকাতে রোডমার্চ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রামে পৌঁছেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রোডমার্চটি বন্দর ভবনের সামনে পৌঁছায়। রোডমার্চে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা।

এর আগে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের প্ল্যাটফর্মের ব্যানারে বাম নেতারা গতকাল শুক্রবার ঢাকা থেকে দুই দিনের রোডমার্চ শুরু করেন। রাতে ফেনীতে বিরতি নেন। আজ সকাল সাড়ে ৯টায় ফেনী থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় মিছিলের মাধ্যমে। মিছিলটি মহিপাল হয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, দোয়েল চত্বর, খেজুর চত্বর, প্রেসক্লাব, বড় মসজিদ, সেন্ট্রাল হাই স্কুল হয়ে দাউদপুর ব্রিজ অতিক্রম করে। এরপর রোডমার্চে অংশগ্রহণকারীরা পরিবহনে চড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

মীরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করার পর বিকেলে রোডমার্চ চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে এসে জড়ো হয়। সেখান থেকে বন্দর ভবন অভিমুখে যাত্রা করে রোডমার্চ। রোডমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গলার পোড়া দাগেই শনাক্ত হন গৃহকর্মী আয়েশা

বাড়ির পাশে পরিত্যক্ত ৩ গর্ত, শাস্তি চান সাজিদের মা

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

ধর্ষণের মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে অভিযোগপত্র

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার ৬ দিন ও স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট দিনব্যাপী বইমেলা শুরু

কোর্ট ফির ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন