রাজধানীর ডেমরা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। গ্রেনেডগুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে র্যাব।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টারের একটি স মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তাপস কর্মকার বলেন, থানা থেকে লুট হওয়া ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।