হোম > সারা দেশ > ঢাকা

সড়কে পড়ে ছিলেন বৃদ্ধ, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারে সড়কে রক্তাক্ত অবস্থায় শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধ পড়ে ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে স্টার বেকারির বিপরীত পাশের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. নাঈম ইসলাম হাসপাতালে এই প্রতিবেদককে বলেন, ‘কারওয়ান বাজারে অফিস করে বাসায় ফেরার পথে রাস্তায় জটলা দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। লোকজনের মুখে জানতে পারি, কোনো এক যানবাহন ধাক্কা দিয়ে চলে গেছে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী গাড়ির সঙ্গে দুর্ঘটনা হয়েছে, তা জানতে পারিনি।’

নিহত ব্যক্তির ছেলে মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায়। বাবা গ্রামের বাড়িতে থাকেন। গত দুদিন আগে তেজতুরী বাজারে আমার বাসায় বেড়াতে আসেন। আজ বিকেলে একাই বাসা থেকে বের হন। সন্ধ্যার দিকে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় বাবা ঢাকা মেডিকেলে আছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মৃতদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, কারওয়ান বাজার এলাকা থেকে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি রাস্তায় পড়ে ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সেই দুই আনসার সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাকরি থেকে বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত