হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীসহ বিভিন্ন স্থানে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও বরিশাল নগরের কয়েকটি স্থানে এবং জেলার ১০ উপজেলার কয়েকটি স্থানে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চননগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা মক্কা নগরীর সঙ্গে তাল মিলিয়ে এঁরা ঈদ উদ্‌যাপন করেন। বরিশাল বিভাগে এঁদের ৭৫টি মসজিদ রয়েছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠির হাজিবাড়ী এলাকার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাঁরা এক অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পাশাপাশি তাঁরা পশু জবাই দিয়ে কোরবানি শুরু করেন।

এ ছাড়া নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিণাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর ও মাধবপাশা—এই তিনটি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি দরবার শরিফের প্রায় আড়াই হাজার অনুসারী রয়েছেন। এসব এলাকাতেও ঈদ উদ্‌যাপন চলছে।

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে