হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ ১৬ বছর বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে: আখতার হোসেন

রংপুর প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতা আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। এ দেশের মানুষ যে মেরুদণ্ডসম্পন্ন, এ দেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব, এটি এমনভাবে কাজ করেছে যে বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করেনি।

আজ শনিবার রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি পুরাতন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আখতার।

এনিসিপির এ নেতা বলেন, ‘পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ। ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশের ওপরে আধিপত্যবাদী, আগ্রাসনবাদী ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) যারা আছেন, তাঁরাও সাহসী ভূমিকা নিচ্ছেন। এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্ফন ঘটেছে চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে, তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি।’

আখতার হোসেন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে। কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন একপেশে করে ফেলা না হয়। কোনোভাবেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রভাবিতের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসেবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক, অথবা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে সে লক্ষ্যকে সামনে নিয়েই জাতীয় নাগরিক পার্টি কার্যক্রমগুলো পরিচালনা করছে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষেরা তাদের মর্যাদার এবং নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে এককাট্টা হয়েছেন। কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনা ঘটে, সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি, সাধারণ জনগণের সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ ও ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়।’

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

সেই দুই আনসার সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চাকরি থেকে বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের