হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভ্রাম্যমাণ আদালতকে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রলীগ নেতার জেল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় সোহেল রানা শাওন (৩২) নামের এক ছাত্রলীগ নেতার ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে শাওনকে থানা-পুলিশ জেলহাজতে পাঠায়। শাওন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিশাত শারমিন। পরে বিকেলে হাসপাতালের দিকে যাওয়ার সময় পেছন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাওন ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় তাঁকে জিজ্ঞাস করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নিশাত শারমিন বলেন, শাওন একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি বেশ কিছুদিন আগে তাঁর কাছে সমাজসেবা মন্ত্রণালয়ের সুবিধাভোগীদের কার্ড পাওয়া যায়। সে সময় মুচলেকা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি হাসপাতালে দালালি করে থাকেন। গতকাল বিকেলে হাসপাতালে যাওয়ার পথে তিনি দাঁড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এতে করে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়। পরে আদালত পরিচালনা করে তাঁকে অর্থদণ্ড ও জেল দেওয়া হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী