হোম > সারা দেশ

গরীব মানুষ আরও গরীব হয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণ অনেক বাড়ছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। এছাড়া মহামারীর মধ্যে দরিদ্র মানুষের বেশি ক্ষতি হয়। শুধু তা–ই নয়, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, চিকিৎসাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। মানুষের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায়।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে ভার্চ্যুয়াল এক আলোচনা সভায় এসব কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই সপ্তাহে ১০ গুণের বেশি রোগী বেড়েছে। করোনা নিয়ন্ত্রণে বিশ্বের সকল দেশ হিমশিম খাচ্ছে। একদিনে ৩৫ হাজারের বেশি পরীক্ষা হচ্ছে। এই সব কাজ স্বাস্থ্যবিভাগ গত এক বছর ছুটি ছাড়া করে যাচ্ছে।

সংক্রমণের প্রথম ঢেউ নিয়ন্ত্রণে সফলতার দাবি করে জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে লকডাউন দেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছিলাম। তবে গত একমাসে চার অংকে চলে এসেছে। একদিনে সাড়ে ৫০০ রোগী শনাক্ত হচ্ছিল। সেটি বেড়ে এখন সাত হাজারের উপরে রোগী শনাক্ত হচ্ছে।

এসময় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ অনেক বাড়ছে। এমন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে, রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। ঢাকা শহরের হাসপাতালগুলোতে রোগী ভরে গেছে, রোগী উপচে পড়ছে।

এ পরিস্থিতিতে করোনা আক্রান্ত নয় এমন রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধ করতে পারলেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভাইরাসের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরীব মানুষ আরও গরীব হয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর,  স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার