হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১১

কক্সবাজার প্রতিনিধি

কোস্ট গার্ডের জব্দ করা সার ও আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাতে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। অথচ বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই সময় ওই এলাকায় কোনো নৌকা চলাচলের অনুমতি নেই। কোস্ট গার্ডের থামার সংকেত উপেক্ষা করে নৌকাটির যাত্রীরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কোস্ট গার্ড ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১ মে একই এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছিল। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা