হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ২০০টি ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা আটক

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনায় ইয়াবা বড়ি বিক্রেতা স্বামীকে ধরতে না পেরে তাঁর স্ত্রীসহ আরও একজনকে আটক করেছে বামনা থানা-পুলিশ। আটককৃতরা হলেন সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের পুত্রবধূ হেনারা বেগম (৩৫) এবং কক্সবাজার জেলার ফকিরের হাট থানার মো. আবুল কাসেমের ছেলে মো. ওসমান গনী (৪৩)।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

থানা সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ইয়াবা সম্রাট নামে খ্যাত খোকন চৌকিদারের বাসায় বড় ধরনের একটি ইয়াবা চালান ঢুকেছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে খোকন কৌশলে পালিয়ে যান। এ সময় ওই বাড়িতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা মো. ওসমান গনীর কাছ থেকে ১৫০টি ও খোকনের স্ত্রী হেনারা বেগমের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে এই দুজনকে আটক করে বামনা থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আজ মঙ্গলবার বরগুনা আদালতে পাঠানো হয়েছে।’

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন