হোম > সারা দেশ > ঢাকা

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার দেশ টিভির এমডি

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ফাইল ছবি

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ জুলাই উত্তরা-১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে মাইলস্টোনের ১০ম শ্রেণীর ছাত্র মো. সজিব আহমেদকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর বাবা মো. সুমন বাদী হয়ে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হত্যা মামলা করেন। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করা হয়।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই মামলার আসামী হলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। তিনি দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। পরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আমরা নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতা।

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত