হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বিথি খাতুন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির ধসে পড়া দেয়ালের চাপায় বিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। সে সময় বিথি বাড়ির ওই দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে বিথি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিথির চাচাতো ভাই আব্দুল হালিম বলেন, বিথি খাতুন ছিল বাবা-মায়ের বড় সন্তান। তার ছোট ভাই রয়েছে। বাবা-মায়ের বড় সন্তান হওয়ায় আদরেই বড় হচ্ছিল। কিন্তু কী থেকে কী ঘটে গেল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই