হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ার পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া টর্নেডোর কিছু ছবি ভিডিও থেকে নেওয়া। সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।  

ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা যে ঘটেছে, তা নিশ্চিত করেছেন তাঁরা।

এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, ‘বিকেলের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে আমরা ভয় পাই। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে নজরে আসে অনেকের। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।  

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে