হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. আব্দুর রহিম (২৮), তিনি সোনাডাঙ্গা মডেল থানার আদর্শ পল্লি এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম। এর কিছুক্ষণ পর ২-৩ জন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে রহিম মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত যুবকের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা, তার কোনো তথ্য স্থানীয়রা জানাতে পারেননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লির বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭টার দিকে। ২-৩ জন যুবক তাঁকে প্রথমে ছুরিকাঘাত করেন এবং পরে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করার জন্য তদন্ত চলছে।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব