হোম > সারা দেশ > টাঙ্গাইল

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বিলে ডুবে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বিলে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ দুর্ঘটনা ঘটে।

জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। সে মোটরসাইকেল মেরামতের কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। বেলা দেড়টার দিকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে চাপড়া বিলের মাঝখানে থাকা হিজলগাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলের সঙ্গে আসা বন্ধু ইমন বলে, জাহিদুলের পরিবার খুবই অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত