হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

রিয়াদ হোসেন সংগ্রাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে পুকুরে গোসল করতে নেমে রিয়াদ হোসেন সংগ্রাম (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার জমদুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

সংগ্রাম ওই এলাকার শাহিনুর ইসলামের ছেলে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংগ্রামের মামা বারেক খান বলেন, ‘দুপুরের দিকে সংগ্রামসহ আমরা চার-পাঁচজন পুকুরে গোসল করতে নামি। এ সময় সংগ্রাম ঘাটলার কাছেই সাঁতার কাটছিল। আমি গোসল থেকে উঠে আসি, পরে শুনি সংগ্রাম ডুব দিয়ে আর ওপরে ওঠেনি।’

এ সময় এলাকার লোকজন প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে রিয়াদ লো প্রেশারে ভুগছিলেন। সাঁতার কাটার সময় প্রেশার ফল্ট করে পানিতে তলিয়ে যেতে পারেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাম্মী আক্তার বলেন, রোগীকে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাঁর মৃত্যু নিয়ে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক