হোম > সারা দেশ > ঢাকা

মাটি খুঁড়ে পাওয়া গেল নিখোঁজ ব্যবসায়ীর খণ্ডিত লাশ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

নিখোঁজের আট দিন পর রাজধানী ঢাকার সবুজবাগের বাইকদিয়া এলাকার একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগের বাইকদিয়া ঈদগাহ রোডের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৫৫)। তিনি এলাকায় পুরোনো বোতলের ব্যবসা করতেন।

নিহত জাকির হোসেনের ছোট ভাই মো. সুমন মিয়া বলেন, উত্তর মানিকদিয়া বাইকদি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। স্ত্রী রেখা আক্তার, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। ৪ জুন রাত সাড়ে ১১টা থেকে জাকির হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন ৫ জুন জাকিরের স্ত্রী রেখা আক্তার থানায় অভিযোগ করেন। এর মধ্যে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা করেন।

সুমন মিয়া আরও জানান, ৪ জুন তাঁর ভাই জাকির ত্রিমোহনীর একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন। ব্যাংক থেকে ফিরে টাকাগুলো বাড়িতে না রেখে ফের বের হন। ওই রাত থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে সবুজবাগ থানার পুলিশের মাধ্যমে মরদেহের সংবাদ পাওয়া যায়।

সুমন অভিযোগ করেন, কয়েক বিঘা সম্পত্তি নিয়ে তাঁর চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে লোক ভাড়া করে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আমিন জানান, ৪ জুন বাড়ির পাশ থেকে নিখোঁজ হন জাকির হোসেন। এ বিষয়ে তাঁর স্ত্রী থানায় অপহরণ মামলা করেন। সেই মামলার তদন্তে গিয়ে জাকির হোসেনের প্রতিবেশী আজাহার (৩০) নামের একজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ঈদগাহ রোডের ঝোপঝাড় থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, মরদেহের টুকরো করা ছয়টি অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে ডান হাতের অংশ ছিল না। ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুর হাতটি খেয়ে ফেলেছে।

এই ঘটনায় সন্দেহজনক আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তাঁরা হলেন শুকুর আলী, স্বপন ও রাজিব।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কেন জাকির হোসেনকে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি