করোনা মহামারির মধ্যে আশুরার মতো জন্মাষ্টমীতেও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল শোভাযাত্রা বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে।
করোনার কারণে এবার আশুরায় তাজিয়া মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার।
আগামীকাল সোমবার জন্মাষ্টমী পালিত হবে। বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে দিবসটি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।