হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মোখলেছুর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ফকির। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা