হোম > সারা দেশ > নোয়াখালী

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি

আবুল হোসেন রাফি। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আহত আবুল হোসেন রাফি (১৮) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।

নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্যার ছেলে।

রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরে খেলার মাঠ থেকে রুমনকে চাঁনমিয়া মোড়ের পল্লি চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তাঁর সঙ্গে উপস্থিত সবার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার ধমনি কেটে যায়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনেরা তাঁর মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। তাঁরা বলেছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় রাফির মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।’

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট