হোম > সারা দেশ > পটুয়াখালী

‘৫ বছর কেউ এলাকায় ঢুকতে পারবি না’, ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি

এনায়েত হোসেন খান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লুটপাট-চাঁদাবাজির দায়ে এক দিন আগে অব্যাহতি পাওয়া বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) এসংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলুকে এই হুমকি দেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান। গতকাল সকালেই তাঁদের মধ্যে এই কথোপকথন হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড থেকে শোনা যায়, ছাত্রদল নেতা বাবলুকে এনায়েত বলছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে? বাবলু উত্তর দিতে গেলেই আবার এনায়েত বলেন,...পো তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ, যে যে অভিনন্দন দিছে ওই...পোলারা একটাও এলাকায় আইতে পারবে না। তুই সেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে তোর কী হইবে?’ এ সময় একাধিকবার অকথ্য ভাষায় গালমন্দ করেন এনায়েত।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলু বলেন, ‘গতকাল (৯ মার্চ) এনায়েত হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করি। এতেই ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন। দলীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের তরমুজ লুটের ঘটনার মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন গত রোববার বিএনপি থেকে বহিষ্কার হওয়া এনায়েত হোসেন খান। তবে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এই কথোপকথন তাঁর নয়। এটি এডিটেড।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ আজকের পত্রিকা’কে বলেন, ‘আগেও লুটতরাজের অভিযোগে এনায়েত হোসেন খানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে। জেলা কমিটির নির্দেশে লুটতরাজ-চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া রেকর্ডটি শুনেছি। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।’

আরও খবর পড়ুন:

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী