হোম > সারা দেশ > রংপুর

অপচিকিৎসায় রোগীর মৃত্যু, দুই ক্লিনিককে জরিমানা, ওটি সিলগালা

রংপুর প্রতিনিধি

রংপুর নগরের ধাপ এলাকার ‘বাংলাদেশ হাসপাতাল’ ও ‘রেইনবো ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে আজ দুপুরে অভিযান চালায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা এবং ৪ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুর নগরের ধাপ এলাকার ‘বাংলাদেশ হাসপাতাল’ ও ‘রেইনবো ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে এই অভিযান চালানো হয়। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। সেখানে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল। নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার। এসব অনিয়মের দায়ে বাংলাদেশ হাসপাতাল ও রেইনবো ক্লিনিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিলগালা করা হয় উভয় ক্লিনিকের অপারেশন থিয়েটার।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ‘রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে দেখা গেছে, এই দুই ক্লিনিকে চরম অনিয়ম চলছে। জনস্বাস্থ্য রক্ষায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।’

রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, ‘অপচিকিৎসা ও অননুমোদিত কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। জনস্বাস্থ্য নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।’

স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মেশকাতুল আবেদ বলেন, এ ধরনের ক্লিনিকে সাধারণ মানুষ যাতে চিকিৎসা না নেয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’