হোম > সারা দেশ

ফের রিমান্ডে হেফাজত নেতা আজিজুল হক ও জুবায়ের আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি