হোম > সারা দেশ

ফের রিমান্ডে হেফাজত নেতা আজিজুল হক ও জুবায়ের আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১