হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

হত্যা মামলায় গ্রেপ্তার ইসমাইল প্রধান ও ওসমান গনি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইসমাইল প্রধান (২৪) ও মোঘড়াকুল গ্রামের ওসমান গনি (২৩)।

নিহত রতন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে রূপগঞ্জের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেড়িবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় রতনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে সোনারগাঁ থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রতনের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

ঘটনার পর র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটনে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাব রতন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী