হোম > সারা দেশ > জামালপুর

‘কিল-ঘুষি দিয়ে’ সাবেক মেম্বারের ধান বেচা টাকা ছিনতাই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

ইসলামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর পড়ুন:

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর