হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (এমবিয়েন্ট স্টিল বিডি) শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। 

কারখানার শ্রমিকেরা জানান, এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় প্রায় ৪০০ শ্রমিক ও কর্মচারী বিভিন্ন শাখায় কর্মরত আছেন। তিন মাস ধরে কারখানার মালিক কর্তৃপক্ষ তাঁদের বেতন দিকে গড়িমসি করে আসছে।

এ নিয়ে কারখানার ভেতরের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কয়েক দফা আলোচনা হলেও মালিক পক্ষ হকেয়া বেতন পরিশোধ করতে বিভিন্ন টালবাহানা করছেন।

বাধ্য হয়ে আজ দুপুরে বকেয়া তিন মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরের বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীসাধারণ। 

খবর পেয়ে শিল্প পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে। পরে আজ সন্ধ্যার দিকে এক মাসের বেতন পরিশোধ ও আগামী বুধবার বাকি বকেয়া মাসের টাকা পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। বিকেল ৫টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু