হোম > সারা দেশ > পাবনা

মাটিচাপা ৭৪ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

পাবনা প্রতিনিধি

জব্দ করা ৭৪ কেজির কষ্টি পাথরের মূর্তি। সোমবার বিকেলে পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার আমিনপুরে বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় রাজু আহমেদ বাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ও কুষ্টিয়া র‍্যাবের একটি যৌথ দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজী শরীফপুর গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কষ্টিপাথরের ওই মূর্তি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ফারহান-উজ-জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আটক রাজু আহমেদ বাবুকে জব্দকৃত মূর্তিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই