হোম > সারা দেশ > রংপুর

পুড়ল শতবর্ষী গাছ, ‘অলৌকিক’ ভেবে দাঁড়িয়ে দেখল উৎসুক জনতা

কুড়িগ্রাম প্রতিনিধি

গাছের গোড়ায় আগুন লেগে ধোঁয়া বের হতে শুরু করে ডালের ছিদ্র গলে। ছবি: আজকের পত্রিকা

শতবর্ষী একটি গাছের গোড়ায় আগুন লেগে অভ্যন্তর পুড়তে পুড়তে ধোঁয়া বের হতে শুরু করল ডালের ছিদ্র গলে। এদিকে খবর ছড়িয়ে পড়ল গাছের গোড়ায় ‘অলৌকিক’ আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া। উৎসুক জনতা তা দেখতে ভিড় জমাল। কিন্তু আগুন নেভাল না। ততক্ষণে পুড়ে গেছে গাছটির ভেতরের অনেকখানি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারীর রমনা রেলস্টেশন চত্বরের। ভোর থেকে দুপুর পর্যন্ত গাছটি পোড়ে। দুপুরে গাছটির দুটি বড় অংশ ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিস বলছে, এটা কোনো অলৌকিক ঘটনা নয়। কেউ কোনোভাবে গাছের গোড়ায় আগুন দিয়ে থাকতে পারে। গাছটির গোড়ায় গর্ত এবং ভেতরে ফাঁপা হওয়ায় সেই আগুন গাছের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এটাকে প্রাকৃতিক ভেবে মানুষ ভিড় করেছে। তবে আগুনের কারণে গাছটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।

এদিন সরেজমিন দেখা যায়, স্টেশনের রমনা ঘাট প্রান্তে থাকা শিল কড়ইগাছের কয়েকটি ডাল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এর গোড়ায় তখনো আগুনের জ্বলন্ত অংশ। উৎসুক জনতা ‘অস্বাভাবিক ঘটনা’ দেখতে প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছে।

খবর পেয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকসহ রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের কারণে গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর নিচ থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা বলছেন, স্টেশন চত্বরের গাছটি শতবর্ষী। গাছটির গোড়ায় গর্ত এবং ভেতরে ফাঁপা। ভেতরে ফাঁপা অংশে শুকনো রয়েছে। যেভাবে আগুন ও ধোঁয়া বের হচ্ছিল, তাতে মনে হয়েছে কেউ আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

রমনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর আলম বলেন, ‘গাছটি শতবর্ষী। গাছের ভেতরে আগুন জ্বলছে। কীভাবে আগুন লাগছে, তা আমি নিজেও জানি না। অগণিত জনগণ এখানে জড়ো হয়েছে। কেউ বলছে আগুন ধরে দিয়েছে, কেউ বলছে এমনি ধরছে।’

পুড়ল শতবর্ষী গাছ, ‘অলৌকিক’ ভেবে দাঁড়িয়ে দেখল উৎসুক জনতা। ছবি: আজকের পত্রিকা

রমনা স্টেশনের পয়েন্টস ম্যান মাহবুবুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে গাছের ডাল থেকে ধোঁয়া বের হতে দেখে এর গোড়ায় আগুন দেখতে পাই। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদের পরামর্শে ফায়ার সার্ভিসে খবর দিই। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে আমার ধারণা নেই।’

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. ফারুক হোসেন বলেন, ‘গাছের গোড়ায় জমে থাকা আবর্জনায় কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। গাছটি ফাঁপা ও বেশ কিছু অংশ শুকনো হওয়ায় আগুন ভেতরে ভেতরে ছড়িয়ে ডালের ফুটো থাকা অংশ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এখানে প্রাকৃতিক কোনো কারণ আমরা পাইনি। আগুন নেভানো হয়েছে। গাছটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। এটি কেটে ফেলা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

স্টেশনের বুকিং সহকারী রায়হান সরকার বলেন, ‘ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ চেষ্টা করে দুপুরের দিকে আগুন নিভিয়েছে। গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে দুটি বড় ডাল ভেঙে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জেনেছি। সংশ্লিষ্ট লোকজন পৌঁছালে গাছটি কেটে ফেলা হবে।’

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি:৩ আসনে প্রার্থী বদল মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের