হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদের পাশে ‘লেক ভিউ গার্ডেন’, রাঙামাটিতে সৌন্দর্যের নতুন ঠিকানা

হিমেল চাকমা, রাঙামাটি 

চারপাশে সবুজ ঘাস, রঙিন ফুল ও ছায়াময় বৃক্ষরাজির মধ্যে তৈরি হয়েছে বিনোদন স্পট। ছবি: আজকের পত্রিকা

কাপ্তাই হ্রদের বুক ছুঁয়ে বয়ে গেছে সড়ক, দুপাশে সারি সারি রেইনট্রি ও জারুল গাছ। গাছের নিচে ছায়াময় ওয়াকওয়ে, দুপাশে বাহারি লতা-গুল্ম ও পাতাবাহার গাছ। মাঝখানে দাঁড়ালেই গায়ে লাগবে অবিরাম বাতাস—কখনো মৃদু, কখনো জোরে। আর চোখ ফেরালেই দেখা মেলে হ্রদের নীলাভ স্বচ্ছ জলের বিস্তার।

এই সুন্দর পরিবেশ উপভোগ করতে যেতে হবে রাঙামাটি শহরের ফিসারি বাঁধসংলগ্ন রোডস লেক ভিউ গার্ডেনে। এটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। একসময় ঝুঁকিপূর্ণ এই সড়কটি এখন রূপ নিয়েছে এক মনোরম পর্যটন স্পটে।

রাঙামাটি শহরের বনরূপা থেকে রিজার্ভ বাজার ও তবলছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করতে ১৯৬৪ সালে নির্মাণ করা হয় ফিসারি সড়ক সংযোগ বাঁধ। ২০১৭ সালে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে বাঁধটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাঁধের ওপর দিয়ে চলাচলকারী সড়কও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সড়কটির স্থায়িত্ব ও সৌন্দর্য রক্ষায় ২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ ২৮৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। এর আওতায় ৬৬৩ মিটার দৈর্ঘ্যের বাঁধের এক পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ এবং মাটি ভরাট করে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। একইসঙ্গে ৯০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় রোডস লেক ভিউ গার্ডেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গার্ডেনের কাজ প্রায় শেষের পথে। চারপাশে সবুজ ঘাস, রঙিন ফুল ও ছায়াময় বৃক্ষরাজির মধ্যে তৈরি হয়েছে বিনোদন স্পট। দর্শনার্থীরা বিনা টিকিটেই প্রবেশ করে উপভোগ করছেন এই নান্দনিক পরিবেশ। স্থানীয়রা অবসরে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে।

সওজ বলছে, প্রকল্পটি শুধু সড়কের টেকসই উন্নয়ন নিশ্চিত করেনি, একইসঙ্গে রাঙামাটির পর্যটন শিল্পেও যুক্ত করেছে নতুন মাত্রা।

সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, ‘প্রকল্পটি পরিবেশবান্ধব এবং ব্যতিক্রমী হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি।’

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘গার্ডেনের সব কাজ আগামী এক মাসের মধ্যেই শেষ হবে।’

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি