হোম > সারা দেশ > রংপুর

রৌমারীতে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন ২০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। ছবি : আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। এতে উপজেলা শহরের সঙ্গে ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বেড়ে গেলে প্রবল স্রোতের চাপেই সেতুটি ধসে পড়ে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর থেকেই সেটিতে নড়বড়ে অবস্থা দেখা দেয়। তবু বিকল্প পথ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিল।

লালকুড়া গ্রামের বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ, জহুরুলসহ অনেকেই জানান, সেতুটি ভেঙে পড়ায় এখন উপজেলা শহরে যাতায়াত করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা, বাজার, অফিস কিংবা স্কুল—সবকিছুতেই পড়তে হচ্ছে দুর্ভোগে। দ্রুত নতুন সেতু নির্মাণ বা মেরামতের দাবি জানান তাঁরা।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘‘নদীর পানির উচ্চতা বাড়ায় স্রোতের তীব্রতায় সেতুটি ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি