হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা সেতুতে ১৫ গাড়ি বিকল, দীর্ঘ যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটে নাকাল হন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। ওই রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওই রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল রাতে বলেন, ‘এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে রয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।’

আহসানুল কবীর আরও বলেন, ‘শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে ১ ঘণ্টা পরপর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত