হোম > সারা দেশ > ঢাকা

দাদির হাত ধরে ফিরছিল বাসায়, বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

মতিঝিল সরকারি মডেল স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী রশনি পাল (৭)। মুগদার মান্ডা এলাকার বাসা থেকে দাদির হাত ধরে স্কুলে যাওয়া-আসা তার। আজ সোমবার সকাল ৯টার দিকে স্কুল শেষে দাদির সঙ্গে বাসায় ফিরছিল রশনি। এমন সময় বিআরটিসির একটি বাস ধাক্কা দেয় তাকে। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে রশনিকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কমলাপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়ত। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে রশনিকে নিয়ে স্কুলে যান তিনি। স্কুল ছুটির পর দাদির সাথে বাসায় ফিরছিল সে।

দাদি আরও জানান, ‘কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসির বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই