হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ৫ সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

অভিযুক্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু।

গতকাল শনিবার (২১ জুন) বিকেলে এ হুমকির ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই ওই প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ওই রাস্তার নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান পাঁচজন সাংবাদিক। নির্মাণকাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি সোহেল রানা পলাশ। এ সময় দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক নয়া দিগন্তের আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণীর আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণীর বাধন মোল্লা ও জামালপুর বার্তার ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগাল, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন ওই চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান তাঁদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকেরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পান।

এ বিষয়ে শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘ঘটনাস্থলে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। ওই সময়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটনা ঘটেছে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা