হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে নিখোঁজের ৬ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

নিহত মিনহাজ হোসেন আবির। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার একটি মসলার মিলের পাশে ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবির বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আবির। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে রক্তমাখা সাইকেল দেখতে পান স্থানীয় লোকজন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ভুট্টাখেতে পাওয়া যায় শিশুটির মরদেহ।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি।”

শিশুটির বাবা মিলন হোসেন বলেন, “আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

গাইবান্ধা-৪: এনসিপির বিতর্কিত জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বিদ্রোহী প্রার্থী

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ‘ভুয়া সাংবাদিক’ আটক

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ইসলামপুরে অস্ত্রসহ যুবক আটক, হাসপাতালে ভর্তি

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

৬ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ফেনী সরকারি কলেজ ছাত্রাবাস