হোম > সারা দেশ > পিরোজপুর

সড়কে শৃঙ্খলা ফেরানোর ও বাসভাড়া কমানোর দাবি

পিরোজপুর প্রতিনিধি

শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্যসচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো. নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্যসচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন।

লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, ‘পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এ ছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন অত্যধিকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োজন।’

পিরোজপুরের সব রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানান বক্তারা।

সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান আহ্বায়ক মাইনুল আহসান।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক