হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত খালেদ মিয়া (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষ হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষে আহত ওই ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত খালেদ মিয়া কালনীচর গ্রামের তেরাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষে আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশের ময়নাতদন্ত করা হবে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার