হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি প্রায় পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঢাকা রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে এ ঘটনা ঘটে ।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে ঢাকাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস থেমে ছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন ধরে। বাসে আগুন ধরার পরপরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

সাইফুল ইসলাম নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক পোশাকশ্রমিক বলেন, ‘আমি থেমে থাকা বাসটির কয়েক গজ দূরে ছিলাম। হেঁটে বাসের দিকে আগাতেই হঠাৎ বাসে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে আমি কোনো লোককে ওই বাসে আগুন লাগাতে দেখিনি। কীভাবে বাসে আগুন ধরল তা-ও বুঝতে পারছি না।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চালক ও তাঁর সহকারীরা তালা দিয়ে ঘটনাস্থলে বাস রেখে অন্যত্র গিয়েছিলেন। এর কিছু সময় পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

প্রণব চৌধুরী আরও বলেন, ‘মনে হচ্ছে কোনো পথচারী ধূমপান করে সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ বাসে নিক্ষেপ করেছিলেন। ওই জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে আমাদের কাছে এমনটাই মনে হয়েছে।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই