হোম > সারা দেশ

অসহায়দের পাশে বাংলাদেশ নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী অসহায় মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে সাধারণ মানুষের জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাহিনীর সদস্যরা।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রোববার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনার লবণচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবণচরা এলাকায় ৩০০ দুঃস্থ পরিবারের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হয়।

এছাড়াও দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তৎসংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়।

বানৌজা মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট, বুড়ির ডাঙ্গা ও চোদ্দপোয়াই এলাকায় ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালী জেলার কলাপোড়া উপজেলাস্থ নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা কর্তৃক লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা, লবণ, সেমাই, চিনি ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

দেশের করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজধানীতে নেই গণপরিবহন, সড়কগুলো প্রায় ফাঁকা

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই