হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: মামলার রায় ১৭ মে

মাগুরা প্রতিনিধি 

মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: আজকের পত্রিকা

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য ও যুক্তি-তর্ক গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক গ্রহণ শেষ হয়। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয় গত ৮ মে পর্যন্ত। মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউটর (এটর্নি জেনারেল মর্যাদার) এহসানুল হক সমাজী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আদালতে মেডিকেল রিপোর্টসহ সব দালিলিক প্রমাণ হাজির করা হয়েছে। আসামিদের বিপক্ষে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি আদালতের কাছে। আদালত আগামী ১৭ মে মামলার রায় দেবে বলে জানিয়েছেন।’

এর আগে সকাল ১০টার দিকে যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা ৩৫ মিনিটে।

এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

গত ১ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে শিশুটি ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। শিশুটির বড় বোনের স্বামী ও শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন ৮ মার্চ। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার