হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে নটর ডেম শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।

আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে সহপাঠীরা অচেতন অবস্থায় আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে ঢামেকে নিয়ে আসা সহপাঠী বিশ্বনাথ চৌধুরী ও রিমন চৌধুরী জানায়, তারা তিনজনই নটর ডেমের প্রথম বর্ষের পড়াশোনা করে। কমলাপুর জসীমউদ্‌দীন রোডের ৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকে তারা। দুপুরে কলেজ থেকে ফিরে যে যার রুমে বিশ্রাম করছিল। সন্ধ্যা ৬টার দিকে ঘুম থেকে উঠে আরাফাতের রুম ভেতর থেকে বন্ধ দেখতে পায় তারা। প্রায় আধা ঘণ্টা তাকে ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে আশপাশের ভাড়াটেদের ডেকে তাঁদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে দেখতে পায়, ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাঁদর প্যাঁচানো অবস্থায় ঝুলছে আরাফাত। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরাফাত গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি রুমমেট ও সহপাঠী বিশ্বনাথ এবং রিমন। মৃত আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম আব্দুল্লাহ আল মামুন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কমলাপুর এলাকা থেকে সহপাঠীরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানায়, বাসায় গলায় ফাঁস দিয়েছিল সে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম