হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই তামজিদ নওশাদ জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটন এলাকায়। তাঁর বোন সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। এক বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। স্বামী তকি তাহমিদের সঙ্গে রাজধানীর সবুজবাগে থাকতেন সাদিয়া।

নওশাদ আরও জানান, পাসপোর্টের ভেরিফিকেশনের কাজে আফতাবনগরে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তাঁরা। সেখানে কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় করে গুলশান কালাচাঁদপুরে আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। আফতাবনগর গেটের পাশে আসতেই রিকশার চাকায় সাদিয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। রিকশা থামিয়ে দ্রুত তাঁকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, রাস্তায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা