হোম > সারা দেশ > পাবনা

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে বিএনপির দোয়া মাহফিলে দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান হাবিব। ছবি: আজকের পত্রিকা

কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ‘কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করবেন না। একটি দলের প্ররোচনায় তাদের অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হচ্ছে। বাণিজ্যও হচ্ছে। কথা পরিষ্কার—কোনো নিরীহ মানুষকে অত্যাচার করা যাবে না।’

আজ বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট বাস টার্মিনাল চত্বরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান হাবিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দলীয় মনোনয়নের পর খালেদা জিয়া আমাকে বলেছেন—‘‘যাও মানুষের কাছে, কোনো মানুষ যেন কষ্ট না পায়।’’

‘আমি সেই নির্দেশ মেনে বলতে চাই, ঈশ্বরদী, আটঘরিয়া পাবনায় কাউকে অত্যাচার করা যাবে না। সে যে-ই হোক না কেন। যারা অত্যাচার ও জমি দখল করছে, আমরা তা হতে দেব না।’

একটি দলকে ইঙ্গিত করে হাবিব বলেন, খুব কষ্ট হয়, একটা গোষ্ঠী বলেছে, খালেদা জিয়া আগেই মারা গেছেন! এখন আবার তারেক রহমানকে নিয়ে দেশি ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র ও কুৎসা রটানো হচ্ছে।

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্যসচিব আজমল হক সুজন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপির সাবেক নেতা ইমরুল কায়েস সুমন, ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রকি, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বিএনপির দোয়া মাহফিলে অংশ নেন।

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

শরীয়তপুরে বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু, ঢাকা থেকে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর