হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার শিপইয়ার্ড এলাকার মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টারপাড়া এলাকার মিরাজ, নীরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দার শামীম হোসেন। তাঁদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, রাজু আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত নেই। তাঁর কোনো পদ-পদবিও নেই। তিনি দলের কেউ নন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি, মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তথ্য যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী