হোম > সারা দেশ > ঢাকা

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

ঢাবি সংবাদদাতা

আটক কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।

আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’

এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’

প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল